প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 6, 2025 ইং
যশোরের সন্ত্রাসী মনিরুল ও শুভ আটক।

যশোরের সন্ত্রাসী মনিরুল ও শুভ আটক।
মালিকুজ্জামান কাকাঃ
যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী, একাধিক মামলার আসামি মনিরুল ইসলাম ও রাব্বি ইসলাম শুভ ওরফে ‘খুড়া শুভ’ কে মাদকসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃত মনিরুল ষষ্ঠিতলা বুনোপাড়ার আব্দুল খালেকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন আইনে মোট ১৬টি মামলা রয়েছে।
রাব্বি ইসলাম শুভ রেলরোড ফুড গোডাউন মোড়ের রবিউল ইসলামের ছেলে। তার বিরুদ্ধেও ১৫টি মামলা চলমান। দীর্ঘদিন ধরেই তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকের চেষ্টা চালাচ্ছিল। বেশ কয়েকবার অভিযান চালিয়েও তারা ব্যর্থ হন। শেষমেশ ডিবির জালে ধরা পড়েন তারা।
ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঞা জানান, আটককৃতদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকাবাসী। তাদের গ্রেপ্তারের জন্য ডিবির অভিযান বেশ কয়েকদিন ধরে চলছিল। মঙ্গলবার ভোরে গোপন সূত্রে জানতে পারেন তারা ফুড গোডাউন এলাকায় অবস্থান করছেন। ডিবি ইনচার্যের নেতৃত্বে এসআই বাবলা দাসের সমন্বয়ে একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় মনিরুলের কাছ থেকে দুই কেজি এবং শুভর কাছ থেকে আরও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে দুই সন্ত্রাসীকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY