প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
সাবেক নৌ-বাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত।

সাবেক নৌ-বাহিনী প্রধান মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত।
চৌধুরী জুয়েল রানা, বিশেষ প্রতিনিধিঃ
সাবেক যোগাযোগ ও কৃষি মন্ত্রী, নৌবাহিনীর প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ৬ ই আগষ্ট বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে তারা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও মীর নাসির উদ্দিন। আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থ, ছাত্রবিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব,বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জিয়া পরিষদ(নড়াইল জেলা শাখা)সদস্য,অধ্যাপক বি এম নাগিব হোসেন
মাহফিলে কোরআন তিলাওয়াত, দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এতে বক্তারা মাহবুব আলী খানের দেশপ্রেম, সততা ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, “তিনি ছিলেন একাধারে দক্ষ প্রশাসক, দুরদর্শী রাজনীতিক এবং দেশের প্রতি গভীর দায়বদ্ধতাসম্পন্ন এক সাহসী সৈনিক ছিলেন।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY