প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, দপ্তর সম্পাদক রিফাত মুন্সী, মিডিয়া ও প্রকাশক সমিতির সভাপতি সাদেক হোসেন মামুন, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রহমান মিঠুসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের বহু সাংবাদিক।
বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। একইসঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত সুরক্ষার জন্য আলাদা আইন প্রণয়নের দাবি তোলেন।

সমাবেশ শেষে উপস্থিত সাংবাদিকরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে এবং দ্রুত বিচারের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তারা উল্লেখ করেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনায় দায়মুক্তি সংস্কৃতি চলতে থাকলে গণতান্ত্রিক সমাজ ও মুক্ত গণমাধ্যম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY