প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 9, 2025 ইং
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বকশিগঞ্জে মানববন্ধন।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদে বকশিগঞ্জে মানববন্ধন।
নিজস্ব প্রতিবেদকঃ
বকশিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গাজীপুরে নির্মমভাবে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের প্রতি গভীর শোক ও নিন্দা জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অন্তর্ভুক্ত বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন এ মানববন্ধনে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের প্রতিবিম্ব ও সত্যের সন্ধানী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা সকলের দায়িত্ব। তুহিনের মতো সৎ ও সাহসী সাংবাদিকের প্রতি হওয়া এই নির্মম নির্যাতন দেশের গণমাধ্যম ও সমাজের জন্য গভীর দুঃখজনক ঘটনা।
তারা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান এবং সরকারের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
মানববন্ধন শেষে নিহতের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY