মোঃ শাহজাহান বাশার
সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ — অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি একাধিক সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন অপসারণ এবং জরিমানা আদায় করেছে।
গত ১২ আগস্ট একযোগে পরিচালিত এসব অভিযানে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ও কেরানীগঞ্জ এলাকায় মোট কয়েক ডজন অবৈধ আবাসিক ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নারায়ণগঞ্জে প্রায় ৩০টি অবৈধ ডাবল বার্নার সংযোগ, ২৬০ ফুট পাইপ, বার্নার ও রেগুলেটর জব্দ করা হয় এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গাজীপুরে বকেয়া ও অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে ১৩টি রাইজারের চুলা বিচ্ছিন্ন করা হয়
সাভারে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নয়টি মিটারবিহীন আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মোট দুই লাখ টাকা জরিমানা আদায় হয়। কেরানীগঞ্জে তিনটি অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়, যা মাসিক প্রায় ৬ লাখ টাকার গ্যাস সাশ্রয় করবে।
তিতাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১২ আগস্ট পর্যন্ত অভিযানে মোট ৬৪,৬১৬টি অবৈধ সংযোগ ও ১,২৩,০৯২টি বার্নার বিচ্ছিন্ন এবং ২৪৬.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।