ঢাকা | বঙ্গাব্দ

তিতাস গ্যাস অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2025 ইং
তিতাস গ্যাস অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়। ছবির ক্যাপশন: তিতাস গ্যাস অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়।
ad728
তিতাস গ্যাস অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও বকেয়া আদায়। 

 মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ 

‘‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও বকেয়া আদায়ে তিতাস গ্যাস কর্তৃক অভিযান’’

তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদের পাশাপাশি বকেয়া আদায়ের জন্য অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ০২ জুলাই (বুধবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস - মানিকগঞ্জ -এর আওতাধীন সাটুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বকেয়ার কারণে মিটারযুক্ত আবাসিক ০১টি ও মিটারবিহীন আবাসিক ২২টি, সর্বমোট ২৩টি সংযোগের মোট ২৬টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

একই দিনে, আঞ্চলিক বিক্রয় বিভাগ - সোনারগাঁও, আঞ্চলিক রাজস্ব শাখা - সোনারগাঁও কর্তৃক শুভকরদী, বন্দর এলাকায় বিশেষ অভিযানে বকেয়ার কারণে মোট ৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর জোনাল বিক্রয় অফিস - শ্রীপুরের এরিয়া বেইজড মনিটরিং টিম-২ কর্তৃক সান পাওয়ার সিরামিক কো. লি. ও মোহাম্মাদি নিট স্টার লি. পরিদর্শন করা হয়েছে। উক্ত পরিদর্শনে মোহাম্মাদি নিট স্টার লি.-তে গ্রাহক আঙ্গিনায় ৪৭০ কেজি/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ০১টি বয়লারে গ্যাস ব্যবহার পাওয়া যায়, যা অনুমোদনের অতিরিক্ত। তাছাড়া গ্রাহক হাউজলাইনে বুস্টার সংযুক্ত পাওয়া যায়। গ্রাহক আঙ্গিনায় প্রাপ্ত অবস্থা তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবহিত করা হয়। তৎপরবর্তীতে নির্দেশক্রমে গ্রাহক আঙ্গিনায় প্রাপ্ত অতিরিক্ত স্থাপনা বিচ্ছিন্ন করে হাউজলাইন অস্থায়ী কাগজের স্বাক্ষরিত সিল দ্বারা সিল করা হয় এবং বুস্টারটি ইমারজেন্সি টিম কর্তৃক জব্দ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় মাহামুদু

পিরোজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করায় মাহামুদু