ঢাকা | বঙ্গাব্দ

তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ সংযোগ উচ্ছেদ ও কোটি টাকার জরিমানা আদায়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2025 ইং
তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ সংযোগ উচ্ছেদ ও কোটি টাকার জরিমানা আদায় ছবির ক্যাপশন: তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ সংযোগ উচ্ছেদ ও কোটি টাকার জরিমানা আদায়
ad728

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৯ আগস্ট (মঙ্গলবার): তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি চলমানভাবে অবৈধ গ্যাস সংযোগ শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান চালাচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৮ আগস্ট (সোমবার) দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

সফিপুর, পশ্চিমপারা ও কালিয়াকৈর, গাজীপুর এলাকায় আঞ্চলিক বিক্রয় বিভাগ-চন্দ্রা কর্তৃক পরিচালিত অভিযানে আনুমানিক ২০টি বহুতল ভবন এবং ৫টি টিনসেড বাড়ির ২৬০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৬ জন গ্রাহকের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহার শনাক্ত হয়ে তাদের সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে বিভিন্ন ব্যাসের ২৫০ ফুট পাইপ ও ৫টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর অপসারণ করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১ জন গ্রাহকের নিকট থেকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে গুলশান এলাকায় মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ কর্তৃক পরিচালিত অভিযানে M/S Tex World Food Dyeing ও এস এম ওয়াশিং প্ল্যান্টসহ ৫৪টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ২০০ ফুট পাইপ ও ৬টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। অবৈধ ব্যবহারকারীদের নিকট থেকে মোট ৩,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ অঞ্চলে আঞ্চলিক বিক্রয় বিভাগ-রূপগঞ্জ ও আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ কর্তৃক পরিচালিত অভিযানে প্রায় ২.০ কিমি এলাকা ও ১৯০টি বাড়ির ২১০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত অবৈধ সংযোগও উচ্ছেদ করা হয়েছে। এই অভিযানে ৬২ ফুট পাইপ, ৫০ ফুট হোস পাইপ এবং ১টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়েছে। ২ জন ব্যবসায়ীর নিকট থেকে ২,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত তিতাস গ্যাস মোট ৬৫,৯৫১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছে। এর মধ্যে ২৯৬টি শিল্প, ৩৫৯টি বাণিজ্যিক ও ৬৫,২৯৬টি আবাসিক সংযোগ অন্তর্ভুক্ত। এই অভিযানে মোট ১,২৫,১৩৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে এবং ২৫০.৫ কিমি পাইপলাইন অপসারণ করা হয়েছে।

তিতাস গ্যাসের মিডিয়া ও জনসংযোগ ব্যবস্থাপক মোঃ আল আমিন জানান, “অবৈধ সংযোগ উচ্ছেদ ও জরিমানা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে দেশের গ্যাস ব্যবহার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরিচালিত হয়।”


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ

বেনাপোল সীমান্তে মানবপাচার প্রতিরোধ প্রকল্প পরিদর্শনে স্বরাষ