ঢাকা | বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2025 ইং
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু। ছবির ক্যাপশন: ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু।
ad728
ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু। 

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পন্ডিতপাড়া গ্রামে বাসার বিদ্যুৎ সংযোগ ঠিক করতে গিয়ে জাকারিয়া (১৪) নামের এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের মিলন বাজার সংলগ্ন পন্ডিতপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকারিয়া বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং ওই গ্রামের নবাব উদ্দিনের ছেলে। 

এলাকাবাসী জানান, পাশের বাসার মোটরের বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত জাকারিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অল্প বয়সী এক প্রাণবন্ত তরুণকে হারিয়ে আমরা শোকাহত।”

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাহ্মণবাড়ীয়ায় 'খান্দুরা হাভেলির ইতিহাস' বইয়ের মোড়ক উন্মোচণ

ব্রাহ্মণবাড়ীয়ায় 'খান্দুরা হাভেলির ইতিহাস' বইয়ের মোড়ক উন্মোচণ