ঢাকা | বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা), লিটন সভাপতি, ঢালী সাধারণ সম্পাদক নির্বাচিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2025 ইং
ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা), লিটন সভাপতি, ঢালী সাধারণ সম্পাদক নির্বাচিত। ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা), লিটন সভাপতি, ঢালী সাধারণ সম্পাদক নির্বাচিত।
ad728
সাংবাদিক নির্যাতন রোধ ও সুরক্ষায় গঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)। 

এস এম নাছির উদ্দিন: 

ব্রাহ্মণবাড়িয়ায় নির্যাতিত সাংবাদিকদের সুরক্ষা প্রদানের প্রত্যয়ে“স্বাধীন সংবদা ও সুরক্ষিত সাংবাদিকতা’  শ্লোগানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা) নামের নতুন একটি সাংবাদিক সংগঠন। 

২১ আগস্ট, বুধবার জেলা শহরের টি এ রোডস্থ পথিক টিভি'র কার্যালয়ে অনুষ্ঠিত জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা থেকে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে 'বুমা'র আত্মপ্রকাশ ঘটে। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলার সিনিয়র সাংবাদিক, কসবা টিভির কর্ণধার খ,ম হারুনূর রশীদ ঢালী। এতে 'প্রধান আলোচক' ছিলেন নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।
এতে বিশেষ আলোচক ছিলেন প্রেসনোট২৪.কমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক অভিজিত বনিকসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ৩৫ জন সাংবাদিকবৃন্দ।

দু'ঘন্টারও বেশী সময় ধরে চলা এই মতবিনিময় সভাটি উপস্থাপনা করেন মতবিনিময় সভার উদ্যোক্তা পথিক টিভির  সিইও কবি লিটন হোসাইন জিহাদ।

পরে সর্বম্মতভাবে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন তথা 'বুমা'র ৩ সদস্যের উপদেষ্টা পরিষদ সহ ১৭ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।

গঠিত 'বুমার'র উপদেষ্টা পরিষদে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ইব্রাহিম খান সাদাত, নবীনগরের কথার সম্পাদক, দৈনিক কালের কণ্ঠের  সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু ও প্রেসনোট২৪. কমের সম্পাদক, সিনিয়র সাংবাদিক অভিজিত বনিক।

পাশাপাশি পথিক টিভির  সিইও কবি  লিটন হোসাইন জিহাদকে 'সভাপতি' এবং খ,ম হারুনূর রশীদ ঢালীকে 'সাধারণ সম্পাদক' ও দেলোয়ার হোসাইন মাহদীকে  সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)র নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যানরা হলেন,সহ সভাপতি আবেদুর আর শাহীন,শাহিন রেজা টিটু,সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আর মামুন,খাইরুল কবির,সহ সাংগঠনিক সম্পাদক বায়জিদ আহমেদ,অর্থ সম্পাদক আমিনুল ইসলাম,সহকারী অর্থ জাকির হোসাইন জিকু প্রমুখ।

পরে বুমা'র নবগঠিত কমিটির পক্ষ থেকে সম্প্রতি আখাউড়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে পুলিশের চাঁদাবাজির মামলা এবং সর্বশেষে  জিটিভি'র ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সাংবাদিক জহির রায়হানকে হত্যা মামলার আসামি বানিয়ে তাকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়- 'একজন সাংবাদিক কোন রাজনৈতিক দল করলো বা না করলো সেটি দেখার বিষয় নয়। আমাদের দেখা উচিত তিনি প্রকৃতপক্ষে সাংবাদিকতা করেন কিনা? যদি কেউ প্রকৃত সাংবাদিকতা করেন, তাহলে বুমা'র প্রতিটি সদস্য হয়রাণীর শিকার ওই প্রকৃত সাংবাদিকের পক্ষে সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে।' 

পরিশেষে সাংবাদিকদের ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে বুমার পক্ষ থেকে বলা হয়, 'বুমা' কারও  প্রতিদ্বন্দ্বী নয়, বরং সকল সাংবাদিক সংগঠন ও সব সাংবাদিকদের সাথে একে অপরের সহযোগী হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।


নিউজটি পোস্ট করেছেন : শামীম শাহরিয়ার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জে গাড়িবহরে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্

গোপালগঞ্জে গাড়িবহরে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্