ঢাকা | বঙ্গাব্দ

খাদ্যপণ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেবে বাংলাদেশ: বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2025 ইং
খাদ্যপণ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেবে বাংলাদেশ: বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ছবির ক্যাপশন: বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। [ফাইল ফটো]
ad728
খাদ্যপণ্য ও অস্ত্র কেনায় যুক্তরাষ্ট্রকে গুরুত্ব দেবে বাংলাদেশ: বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ 

সরকারি খাদ্যপণ্য এবং অস্ত্র কেনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে বিশেষ গুরুত্ব দেবে বাংলাদেশ বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এই মন্তব্য করেন তিনি।

বাণিজ্য সচিব বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন, এয়ারক্রাফটসহ বিভিন্ন পণ্যে শুল্ক ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ আরও বোয়িং বিমান কিনবে এবং তুলা আমদানি বাড়াবে। 

সরকারিভাবে খাদ্যপণ্য ও অস্ত্র কেনার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের পণ্যের প্রতি গুরুত্ব বৃদ্ধি পাবে। এসব ক্ষেত্রে শুল্ক ছাড় দিতে বা গ্রহণ করতে বাধা নেই বলে তিনি জানান।

তিনি আরও বলেন, “ভিয়েতনাম নেগোসিয়েশনের মাধ্যমে ২৬ শতাংশ শুল্ক কমাতে সক্ষম হয়েছে। বাংলাদেশ কেন তা পারেনি? এর কারণ আমাদেরও চেষ্টা কম ছিল না। যদি শুল্ক কমানো না হয়, তবে কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে। তবে আলোচনার পথ এখনো খোলা আছে এবং আমরা আশা করি ভাল কিছু ফলাফল আসবে।”

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ ধরনের নীতিমালা ও কৌশল নির্ধারণের মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর এবং আমদানি ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সোনামসজিদ সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ৩ জন।

সোনামসজিদ সীমান্তে মাদকদ্রব্যসহ আটক ৩ জন।