ঢাকা | বঙ্গাব্দ

হাকিমপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 6, 2025 ইং
হাকিমপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। ছবির ক্যাপশন: হাকিমপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন।
ad728
হাকিমপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন।

হিলি প্রতিনিধি:

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ্ তায়ালার সন্তুষ্টি লাভ’ এই ভিশন নিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে জামায়াতে ইসলামীর বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল এগারোটায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আয়োজনে এই বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হাকিমপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আফতাব উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, সহকারী সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ মফিজুল ইসলাম, আলিহাট ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মান্নান, বোয়ালদাড় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান খান সহ আরও অনেক। 

কর্মী সম্মেলনে বক্তারা বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ফ্যাসিবাদ আওয়ামী সরকার জামায়াতে ইসলামী বাংলাদেশ কে বাতিল করতে চেয়েছিল কিন্তু তাদের সেই ষড়যন্ত্র ভেস্তে গেছে। আজ জামায়াতে ইসলামী বাংলাদেশ বাংলার মাটিতে মাথা উঁচু করে আছে ইনশাআল্লাহ!

বক্তারা বলেন, আসমান-জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার। সেই আলোকে এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে আল্লাহর সন্তুষ্টি লাভের ভিশন নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
রাতে আড্ডা দেওয়া চার ছাত্রকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও।

রাতে আড্ডা দেওয়া চার ছাত্রকে ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও।