ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2025 ইং
গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার। ছবির ক্যাপশন: গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার।
ad728
গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার। 

 বিশ্বজিৎ চন্দ্র সরকার, গোপালগঞ্জঃ 

গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদাহ কাচারীপাড়া এলাকার মধুমতি নদীর সাজেমের ঘাট থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।  

এলাকাবাসী জানায়, নদীর কিনারায় একটি মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। তাৎক্ষণিক গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, লাশটি শনাক্তে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নীলফামারীতে দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত।

নীলফামারীতে দলিল লেখক সমিতির সম্মেলন অনুষ্ঠিত।