প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির ঐতিহ্যবাহী প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০২৫-২৬ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি প্রভাষক মোঃ আমির হোসেনের উপস্থাপনায় ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচীব কলেজের প্রতিষ্ঠাতা এমএম সুলতান মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য দিলরুবা খানম ও কার্য নির্বাহী সদস্য ও ষাইট পাকিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আঃ ছালাম।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা আঃ রব মল্লিক, আমিরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল ফরাজী, কলেজের ব্যাবস্থাপনা প্রভাষক শাহানাজ পারভীন, ই-বিজনেস প্রভাষক আবুল কালাম, বাংলা প্রভাষক আঃ কাদির, ইংরেজি প্রভাষক ঝিলিক মন্ডল, গনিত প্রভাষক মিতু রানী, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিফাত হোসেন এবং নবীণ শিক্ষার্থী তন্নী আক্তার প্রমুখ।
মোঃ মনিরুজ্জামান