ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 24, 2025 ইং
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি। ছবির ক্যাপশন: কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি।
ad728

অর্থায়ন বন্ধে স্থবির ছয় লেন প্রকল্প, জনদুর্ভোগ চরমে
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ 

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ছয় লেন প্রকল্প অর্থায়ন বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়েছে। গত দুই বছরে কোনো সংস্কার না হওয়ায় মহাসড়কটিতে সৃষ্টি হয়েছে ব্যাপক খানাখন্দ, যা এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুত মহাসড়কের ৪০ কিলোমিটার অংশে ছয় লেনের কাজ শুরু ও সংস্কারের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ‘কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ’।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মো. আমিরুল কায়ছারের কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপিতে মোট ১৩ দফা দাবি তুলে ধরা হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ২০২২ সালের সেপ্টেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। সাত হাজার ১৮৮ কোটি টাকা ব্যয়ে ৫৪ কিলোমিটারের এই মহাসড়কটি চার লেনের মূল সড়ক ও দুই পাশে ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেন নিয়ে মোট ৬০ ফুট চওড়া করার পরিকল্পনা ছিল। ২০২২ সালে কাজ শুরু হয়ে আগামী বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ভারতীয় অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় প্রকল্পটি স্থবির হয়ে পড়েছে।

ছয় লেন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, “এই মহাসড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত দুই বছরে এখানে প্রায় দুই শতাধিক মানুষ নিহত এবং দুই সহস্রাধিক আহত হয়েছে। আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সড়কটি সংস্কার করুক।”

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, “প্রকল্পের জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান থাকলেও হঠাৎ অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় কাজ শুরু করা যায়নি। আমরা বিকল্প অর্থায়নের সন্ধান করছি এবং নতুন বিনিয়োগকারী পেলে দ্রুত বাস্তবায়ন শুরু করা হবে।”


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলছিটিতে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক-সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক-সদস্য সচিবের বিরুদ্ধে সংবাদ