1. news@esomoy.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@esomoy.com : admin :
শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ০৯:৩০ পূর্বাহ্ন

নড়াইলে ১৫দিনব্যাপী সুলতান মেলার সমাপনী, পদক পেলেন চিত্রশিল্পী নাসিম আহমেদ

মৌসুমী নিলু 
ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ১৫দিনব্যাপী সুলতান মেলা শেষ হয়েছে। সাোমবার (২৯ এপ্রিল) দুপুরে সুলতান মঞ্চ চত্বরে বরণ্যে চিত্রশিল্পী নাসিম আহমদ নাদভীক সুলতান পদক প্রদান করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি।

এ সময় উপস্থিত ছিলেন-জাতীয় সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি, জেলা প্রশাসক মাোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মেহেদী হাসান, নড়াইল সরকারি ভিক্টারিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান শাহাবুদ্দিন, শিল্পকলা একাডেমির উপ-পরিচালক খন্দকার রেজাউল হাশেমসহ অনেকে।

এর আগে গত ১৫ এপ্রিল বিকেলে সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়াজনে ১৫দিনব্যাপী সুলতান মেলায় বিভিন পণ্যের শতাধিক স্টল ছিল। এছাড়া দেশ বিদেশের চিত্রশিল্পীদের অংশগ্রহণে চিত্র প্রদশর্নী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিদিন গ্রামীণ খেলাধূলাসহ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেসছর আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন। অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালর ১০ অক্টাবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রিয় জন্মভূমি নড়াইলের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত আছেন সুলতান।

চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রসিডট আর্টিস্ট স্বীকতি, ১৯৮৬ সালে বাংলাদশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব এচিভমেন্ট ’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সম্মাননাসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন ।

হু/ক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2019
Design By Raytahost