pub-6805004967984384, DIRECT, f08c47fec0942fa0

পথশিশুদের নিয়ে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের পিঠা উৎসব

পথশিশুদের নিয়ে পুরান ঢাকা সাংবাদিক ফোরামের পিঠা উৎসব

নিজস্ব প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেনঃ 

পথশিশুদের নিয়ে পিঠা উৎসব করেছে পুরান ঢাকা সাংবাদিক ফোরাম। রবিবার সকাল ১১ টায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে (যার অন্য নাম ভিক্টোরিয়া পার্কে) এই আয়োজন হয়।

পিঠা উৎসব উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ-উল-আলম সওদাগর ও ইতিহাস বিভাগের অধ্যাপক ডঃ নাছির আহমাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, সহ-সভাপতি প্রদীপ বড়ুয়া জয়, যুগ্ম-সম্পাদক ফয়সাল তনু, যুগ্ম সম্পাদক আল বারু মুস্তাকিম নিবির, কোষাধ্যক্ষ সুমন দত্ত, সাংগঠনিক সম্পাদক নার্গিস জুই, দফতর সম্পাদক মাহফুজ মুকুল, আবু ইউসুফ, বাবর কবীর, ইউসুফ হাওলাদার দিপুসহ অন্যরা।

অধ্যাপক মেজবাহ ফোরামের সবাইকে ধন্যবাদ জানিয়ে এমন ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেছেন। পথ শিশুদের জন্য এসব করা ফোরামের মানবিক দিকটি সুন্দরভাবে উন্মোচিত হয়েছে। সমাজে তারাও একটি শ্রেণি। তাদেরকে পিঠা খাওয়ানোর জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। এমন অনুষ্ঠান অংশ নিতে পেরে তিনি গর্বিত বলে জানান।

অধ্যাপক নাছির বলেন, ৫ আগস্টের পর অনেকে জেগেছে। মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। এই উদ্যোগ তারই প্রতিফলন।

সভাপতি জাফরুল আলম বলেন, পুরান ঢাকা সাংবাদিক ফোরাম একটি পরিবার। পথশিশুদের নিয়ে এ কাজ আমাদের সবার মিলিত উদ্যোগ। আগামীতে এমন কাজ আমাদের সবাইকে করে যেতে হবে।

পিঠা তৈরিতে সহায়তা করেছে বিটিভির সাংবাদিক নার্গিস জুই ও ঢাকানিউজের২৪ডটকমের সাংবাদিক সুমন দত্তের স্ত্রী চয়ন দে। চয়ন দে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন ছাত্রী।

এসময়/ 

admin
Author: admin

Related Articles