ঢাকা | বঙ্গাব্দ

মোল্লাহাটে জামায়াতের কর্মীসভায় ঐক্য বদ্ধ হওয়ার ডাক।

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2025 ইং
মোল্লাহাটে জামায়াতের কর্মীসভায় ঐক্য বদ্ধ হওয়ার ডাক। ছবির ক্যাপশন: মোল্লাহাটে জামায়াতের কর্মীসভায় ঐক্য বদ্ধ হওয়ার ডাক।
ad728
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদয়পুর ইউনিয়নের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার দেড় বোয়ালিয়া বালুর মাঠে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সভায় সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং বাগেরহাট-১ (চিতলমারী–মোল্লাহাট–বাগেরহাট সদর) আসনের মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মনজুরুল হক রাহাদ বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণ সমাজের জাগরণই হতে পারে পরিবর্তনের মূল চালিকা শক্তি। ইসলামী আদর্শ, ন্যায় ও নীতির ভিত্তিতে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির হাফেজ হাসপাতাল সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর এবং উপজেলা যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল হাসান।

বক্তারা বলেন, জনগণের মাঝে ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে হবে। তারা কর্মীদের মধ্যে সংগঠনচেতনা, নিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তা বৃদ্ধির আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত কর্মীরা ঐক্য ও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার করেন।


নিউজটি পোস্ট করেছেন : মিম

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভুয়া জুলাই-যোদ্ধাদের তালিকা প্রকাশ

ভুয়া জুলাই-যোদ্ধাদের তালিকা প্রকাশ