ঢাকা | বঙ্গাব্দ

এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2025 ইং
এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ ছবির ক্যাপশন: এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ।
ad728
এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ। 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার আয়োজনে  ২৮ জুন (শনিবার) শাহ আমির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বর্ষাকানীল ছাতা বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে বিদ্যালয় মিলনায়তনে এক সভা এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমান,বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবদুল হাকিম রানা,  এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৩ এর  গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. মোঃ লিয়াকত আলী,  সাংবাদিক সেলিম চৌধুরী, শাহ আমির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কামাল উদ্দিন তালুকদার,এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি এপে. মোজাম্মেল হক,এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট ৩ এর সেক্রেটারি এপে. মোহাম্মদ আরিফ খান, ডিস্ট্রিক্ট -৩ এডিটর এপে. মোহামমদ আবু সাঈদ তালুকদার খোকন, পটিয়া ক্লাবের ট্রেজারার এপে. মোরশেদুর রেজা,এপে. ইউপি মেম্বার রেখা দাশ,এপে. আলী কদর জীবন, মৌলানা ইয়াহিয়া প্রমুখ।
এতে প্রধান অতিথি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান  বলেন এপেক্স বাংলাদেশ মানবিক মানুষ তৈরি একটি সেবা মূলক সংগঠন, এপেক্স ক্লাব অব পটিয়া দীর্ঘদিন যাবত নানা সেবা পরিচালনা করে মানুষের কাছে সুনাম অর্জন করে চলেছেন।
 মেধাবী শিক্ষার্থীরা আমাদের আগামীর কর্ণধার, তাদের শিক্ষা অর্জন যাতে ব্যাহত না হয় তার জন্য পরিবারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসা উচিত। ডিস্ট্রিক্ট গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান বলেন এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক কাজগুলো সত্যিই প্রশংসনীয়, আগামীতেও এ ধরনের মহতি কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। পরে শিক্ষার্থীদের মাঝে ছাতা তুলে দেয়া হয়।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যশোরে ৩টি অস্ত্রসহ আটক ২

যশোরে ৩টি অস্ত্রসহ আটক ২