মৃত্যুর ঝুঁকি নিয়ে জরাজীর্ণ কাঠের পুলের উপর দিয়ে পারাপার হচ্ছে মোড়েলগঞ্জের খাউলিয়ার জন সাধারণ।
মোহাম্মদ ফিরোজ আহমেদ তালুকদার, মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাট মোড়েলগঞ্জের ১৬ নং খাউলিয়া ইউনিয়নের বাজারের উপর কাঠেরপুলের বেহাল দশা। পুলের খুঁটি নেই তক্তা নেই জরাজীর্ণ অবস্থা।
স্থানীয় জনসাধারণ মিলে সুপারি গাছ এবং বাঁশ দিয়ে জোড়া তালি দিয়ে দুই পাড়ের জনসাধারণ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।
বাজারের লোকজন স্কুলগামী ছাত্র-ছাত্রী বৃদ্ধ লোক মৃত্যুর ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে এই পুলের উপর দিয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায় অনেকবারই দুর্ঘটনা ঘটেছে এই কাঠেরপুলের উপর দিয়ে চলাচলের সময়। তবুও পুল মেরামতের কোন উদ্যোগ নেইনি কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায় এই পুলের উপর দিয়ে চলাচলের সময় ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা। প্রশাসনের কোন প্রকার তৎপরতা নেই। এরা যেন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা যেন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার অপেক্ষা করছে।
তাই পুলটি অতি দ্রুত সংস্কার করার জন্য কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করছি।
এসময়/