ঢাকা | বঙ্গাব্দ

তিতাসের অভিযানে ১৩ জুলাই এক দিনেই ৫০০ সংযোগ বিচ্ছিন্ন।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
তিতাসের অভিযানে ১৩ জুলাই এক দিনেই ৫০০ সংযোগ বিচ্ছিন্ন। ছবির ক্যাপশন:
ad728
অবৈধ সংযোগের বিরুদ্ধে তিতাসের অভিযানে ১৩ জুলাই এক দিনেই ৫০০ সংযোগ বিচ্ছিন্ন।

 মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে আবারও কঠোর অবস্থান নিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি। চলমান অভিযান কার্যক্রমের অংশ হিসেবে গত ১৩ জুলাই (রবিবার) ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও সোনারগাঁও এলাকায় পৃথক দুটি ভিন্ন অভিযানে মোট ৫০০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও জব্দ করা হয়েছে।

এই অভিযান পরিচালিত হয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান ও জনাব হাসিবুর রহমান এর নেতৃত্বে। দুইজনেই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে দায়িত্ব পালন করছেন। অভিযানে সহায়তা করে তিতাস গ্যাসের জয়দেবপুর ও সোনারগাঁও আঞ্চলিক বিক্রয় বিভাগ এবং জোবিঅ টঙ্গী ও জোবিঅ সোনারগাঁও। 

প্রথম অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দাউদপুর এলাকায় অভিযান চালানো হয়।
এখানে তিতাস গ্যাসের জয়দেবপুর ও টঙ্গী আঞ্চলিক বিক্রয় বিভাগের সহায়তায় আনুমানিক ৪০০টি বাড়িতে থাকা ৫০০টি আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া অভিযানে ২ ইঞ্চি ব্যাসের আনুমানিক ১,০০০ ফুট পাইপ লাইন এবং ১/২ ইঞ্চি ব্যাসের ৩০০ ফুট হোস পাইপ অপসারণ ও জব্দ করা হয়, যা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবহৃত হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

একই দিন, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুরে সোনারগাঁও ইকোনোমিক জোনের পাশবর্তী এলাকায় তিনটি অবৈধ চুনা কারখানায় অভিযান পরিচালিত হয়।
এ সময় ৩টি অবৈধ চুনা কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ১.৫ ইঞ্চি ব্যাসের আনুমানিক ১২০ ফুট লাইন পাইপ অপসারণ ও জব্দ করা হয়।

উৎসস্থলে থাকা ১.৫ ইঞ্চি পিভিসি পাইপ ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি স্প্রে করে চুনা ভাট্টির মালামাল নষ্ট করা হয়। এরপর এক্সকেভেটরের মাধ্যমে সম্পূর্ণ মালামাল গুড়িয়ে দেওয়া হয়। সব অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

তিতাস গ্যাসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ৪৭,১৬৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৭৪টি শিল্প সংযোগ, ২৭৩টি বাণিজ্যিক সংযোগ এবং ৪৬,৬১৯টি আবাসিক সংযোগ।

একইসাথে ১,০০,৬৬৭টি বার্নার অপসারণ এবং ১৯৩ কিলোমিটার পাইপলাইন তুলে ফেলা হয়েছে, যা দেশের গ্যাস নিরাপত্তা ও অপচয় রোধে এক বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাসের অবৈধ ব্যবহার যেমন একটি অপরাধ, তেমনি এটি জাতীয় সম্পদের অপচয় এবং নিরাপত্তার হুমকি। 

তাই কেউ অবৈধ সংযোগ গ্রহণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও স্পষ্ট করে জানানো হয়েছে তিতাসের পক্ষ থেকে। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা