নড়াইল স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত।
নড়াইল প্রতিনিধিঃ
“দিল্লী গেছে স্বৈরাচার-পিন্ডি যাবে রাজাকার”এই শ্লোগানে নড়াইলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
দেশজুড়ে প্রশাসনের নিরাবতায় আইন শৃংখলার অবনতি এবং ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১৫জুলাই বিকালে নড়াইল চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল সাঈদ বাবুর সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান কোরেশী, জেলা বিএনপি সাধারন সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আলী হাসান সদর, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপি সভাপতি তেলায়েত হোসেন বাবু প্রমুখ।
বক্তারা জামায়াত ও চরমোনাই পীরের নানা ষড়যন্ত্রে পা না দিতে আহবান জানান।
জামায়াতকে বেইমান দল হিসেবে আখ্যা দিয়ে ষড়যন্ত্র রাজপথে মোকাবেলার আহবান।
পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল চৌরাস্তা থেকে শুরু হয়ে পুরাতন বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল নিয়ন্ত্রন করেন নগর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান।
এসময়/