ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2025 ইং
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত। ছবির ক্যাপশন: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত।
ad728
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গৃহবধূ নিহত। 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধিঃ 

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

সোমবার (২১ জুলাই) সকালে রায়পুরার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

নিহত মোমেনা বেগম সায়দাবাদ এলাকার আক্তার মিয়ার স্ত্রী। পরিবারের দাবী গুলিতে মারা গেছেন ওই নারী।

স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে সাযদাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে আজ ভোরে বালুরচরের লোকজন সায়দাবাদ গ্রামে গিয়ে অতর্কিত হামলা চালায। 

এসময় উভয় পক্ষের সংঘর্ষে সাযদাবাদ গ্রামের মোমেনা খাতুন নামের এক নারী নিহত হয। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও বাড়িঘরে আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
ঝিকরগাছায় দুইজনের নামে ৫কোটি টাকার মানহানির মামলা সাংবাদিক ব

ঝিকরগাছায় দুইজনের নামে ৫কোটি টাকার মানহানির মামলা সাংবাদিক ব