ঢাকা | বঙ্গাব্দ

আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ইন্তেকাল।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর  ইন্তেকাল। ছবির ক্যাপশন: আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী।
ad728
আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর  ইন্তেকাল। 

মোঃ শাহজাহান বাশার, স্টাফ রিপোর্টারঃ

খাদেমুল ফুক্বারা মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওয়ার হোসাইন মাইজভাণ্ডারী কঃ এর চতুর্থ শাহজাদা, মোন্তাজেম জিম্মাদার ও সাজ্জাদানশীন ও আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি এবং শানে গাউছুল আজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ক.) ইন্তেকাল করেছেন। 
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

আজ বাদ এশা মাইজভান্ডার শরীফের শাহী ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

এদিকে তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাইজভাণ্ডার গাউছিয়া রহমান মনজিলের সাজ্জাদানশীন ও বাংলাদেশ সুপ্রিম পার্টি'র (বিএসপি) চেয়ারম্যান হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। 

এক শোক বার্তায় তিনি বলেন, শাহসুফি ডাঃ সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী ছিলেন মাইজভান্ডার দরবারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। 
তরীকতের শিক্ষা ও আদর্শ প্রচারে তিনি আজীবন কাজ করে গেছেন। 

তিনি অতিবৃদ্ধ বয়সে অসুস্থ অবস্থায়ও ইবাদত ও রিয়াজত সাধনায় মগ্ন থাকতেন সবসময়। 

দ্বীন ও মানবতার খেদমতে তাঁর অবদান কে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। 

বিএসপি চেয়ারম্যান বলেন, তাঁর ইন্তেকালে মাইজভাণ্ডারী পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

সুন্নীয়ত ও তরিকত অঙ্গনে তাঁর শূন্যতা পূরণ হবার নয়। 

আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তাঁর এই প্রয়ানে গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। 

এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টি জাতীয় স্থায়ী পরিষদের সকল সদস্য, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া, মইনীয়া যুব ফোরাম ফোরামসহ সংশ্লিষ্ট সংগঠনের সকল দায়িত্বশীলগণ মরহুমের ইন্তেকালে গভীর শোক ও তা'জিয়াত প্রকাশ করেন।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী জুলুকে কারাগারে প্রেরণ, রিমান্ডের প

রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী জুলুকে কারাগারে প্রেরণ, রিমান্ডের প