ঢাকা | বঙ্গাব্দ

ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2025 ইং
ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। ছবির ক্যাপশন: ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট।
ad728
ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ 

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় এবং উপজেলা প্রশাসন, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা সদরের পুরাতন বাজার নামক এলাকায় আজ ৩০ জুলাই বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লংঘন করে পলিথিন বিক্রয় করার অপরাধে দুইজন ব্যবসায়ীকে মোট ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। 

ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক  মো: রুকন মিয়া প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। 

ঈশ্বরগঞ্জ থানা পুলিশ এর একদল সদস্য অভিযান পরিচালনায় সার্বিক  সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানা যায়।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না: জাহাঙ্গীর আলম চৌধুরী

গোপালগঞ্জের ঘটনায় গণগ্রেপ্তার হচ্ছে না: জাহাঙ্গীর আলম চৌধুরী