ঢাকা | বঙ্গাব্দ

নীলফামারীতে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
নীলফামারীতে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা। ছবির ক্যাপশন: নীলফামারীতে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা।
ad728
নীলফামারীতে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা। 

নাজমুল হুদা, নীলফামারীঃ 

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রুবেল ইসলামের সমাধিতে শ্রদ্ধা অর্পণ। 

রাজধানীর আদাবর এলাকায় শহীদ হওয়া এই ছাত্রনেতার স্মরণে মঙ্গলবার সকালে নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা আরজীপাড়াস্থ পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ বছর ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ প্রস্তুত না হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।

সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের পক্ষে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রুবেলসহ জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্য ও আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হাতিয়ায় মানববন্ধ

শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হাতিয়ায় মানববন্ধ