সাতক্ষীরা থেকে আমিরুল ইসলাম রাজিব:
সাতক্ষীরা সদর উপজেলা ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ গত ২৯ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক আল কালাম আবু অহিদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সেলিমুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি শিক্ষক মো. কবিরুল ইসলাম ও ওলিউর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বিদ্যালয়ের সব শ্রেণীর মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ও নিয়মিত উপস্থিতি শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষাবৃত্তি প্রদান করার ঘোষণা দেন।
এসময় তিনি বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। শিশু শিক্ষার্থীরা লেখাপড়া শেষে দেশ ও রাষ্ট্রের কাজে নিয়োজিত হবে।
এজন্য শিক্ষিত জাতি গঠনে অবিভাবকদের সচেতন হয়ে লেখাপড়ার দিকে খোঁজ খবর নেওয়ার আহ্বান করেন তিনি।
ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল হোসেন সরদার, আবু ছিদ্দিক মোড়ল, মফেজউদ্দীন, আবু জাফর সরদার, এরফান আলী সরদারসহ শিক্ষার্থীদের অসংখ্য অভিভাবক।
বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক বাসন্তী রানী মজুমদার, সাবিনা ইয়াসমিন, নাছিমা খাতুন, আফরিন সুলতানা, জান্নাতুল ফেরদৌস।
প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন জোহরা।
এসময়/