ঢাকা | বঙ্গাব্দ

বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : তৃণমূল সাংবাদিকতার এক দীপ্ত অভিযাত্রা।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2025 ইং
বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : তৃণমূল সাংবাদিকতার এক দীপ্ত অভিযাত্রা। ছবির ক্যাপশন: বিএমএসএফ।
ad728
বিএমএসএফের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী : তৃণমূল সাংবাদিকতার এক দীপ্ত অভিযাত্রা।

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ 

ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫ খ্রী: বাংলাদেশের গণমাধ্যমে তৃণমূলের সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় এক নিরলস প্রচেষ্টা ও সংগ্রামের নাম বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। আজ ১৫ জুলাই সংগঠনটি গৌরবের সঙ্গে ১৩ বছর পার করে ১৪ বছরে পা রাখতে যাচ্ছে। এ উপলক্ষে সারাদেশে মাসব্যাপী কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।

২০১৩ সালের এই দিনে গঠিত বিএমএসএফ আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা-উপজেলা ও বিভাগীয় শহর পেরিয়ে দেশের বাইরেও সাংবাদিকদের সর্ববৃহৎ প্রতিনিধিত্বকারী সংগঠনে পরিণত হয়েছে। দীর্ঘ এ পথচলায় সংগঠনটি সাংবাদিকদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী, সংগঠিত ও সচেতন করে তুলেছে।

মফস্বল সাংবাদিকদের জন্য এক যুগের বেশি সময় ধরে চলা উন্নয়নমূলক অগ্রযাত্রা: বাংলাদেশে সাংবাদিকতার মাঠ পর্যায়ে কাজ করেন এমন বিপুল সংখ্যক সংবাদকর্মী, যারা দীর্ঘদিন ধরে অবহেলা, হয়রানি, নিরাপত্তাহীনতা ও স্বীকৃতির সংকটে ভুগেছেন। বিএমএসএফ সেই সংকট মোকাবেলায় এক নতুন দিগন্তের সূচনা করে।

সংগঠনের উল্লেখযোগ্য কার্যক্রম ও অবদান: আইন সহায়তা সেলের মাধ্যমে সংবাদ প্রকাশের কারণে হয়রানির মামলা হামলার শিকার সাংবাদিকদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয়।

প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন: সংবাদ লেখার কৌশল, ডিজিটাল নিরাপত্তা, ইনভেস্টিগেটিভ রিপোর্টিং ও সাংবাদিকদের মাঝে লিডারশীপ তৈরি সহ
নানা বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থাকে। 

চিকিৎসা সহায়তা: অসচ্ছল ও দুর্ঘটনাগ্রস্ত সাংবাদিকদের চিকিৎসা সহায়তায় কাজ করা।
সাংবাদিক সুরক্ষা: জাতীয় পর্যায়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে বিচারের দাবি সহ সাংবাদিক সুরক্ষার দাবি তোলা হয়ে থাকে। 

কমিটি গঠন ও কাঠামোগত উন্নয়ন: উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সংগঠনের শক্তিশালী কাঠামো গঠনে সংগঠনটি ১৪ দফা দাবিতে কাজ করছে।

শাখা কমিটি : সারাদেশে ৩ শতাধিক জেলা -উপজেলায় শাখা কমিটি এবং সদস্য সংখ্যা প্রায় ২২ হাজার, দেশের বাইরেও ৬টি শাখা রয়েছে। নয়াপল্টন থেকে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যক্রম পরিচালনা করা হয়।

সাংবাদিকদের সম্মাননা প্রদান: কর্মক্ষেত্রে নৈতিকতা, সাহসিকতা ও নিরপেক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রতি বছর সাংবাদিক সম্মাননা প্রদান করে থাকে।

জার্নালিস্ট শেল্টার হোম: ঢাকার বাহির থেকে ঢাকায় আসা সাংবাদিকদের নিরাপদে থাকা এবং খাবার জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঢাকায় প্রতিষ্ঠা করেছে জার্নালিস্ট শেল্টার হোম। এখানে বিশেষ করে হামলা মামলার শিকার সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। ২০০০ সালে জার্নালিস্ট শেল্টার হোম গঠন করা হয়। সদস্যদের জন্য মাত্র তিনশো টাকায় দৈনিক থাকা খাওয়ার সুযোগ। 

মাসব্যাপী ঘোষিত কর্মসূচি: ১. নতুন সদস্য অন্তর্ভুক্তি ও সদস্যপদ নবায়ন ২. সংগঠনের ১৪ দফা দাবির পাঠ ও চা-চক্র সংলাপ ৩. জাতীয় ও স্থানীয় সাংবাদিক সংগঠনের সঙ্গে মতবিনিময় ৪. বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতা ৫. সাংবাদিকতার নৈতিকতা ও নিরাপত্তা বিষয়ে সেমিনার ৬. পেশাগত প্রশিক্ষণ ও ওয়ার্কশপ ৭. জেলা-উপজেলা কমিটির গঠন ও পুনর্গঠন ৮. সাংবাদিকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ৯. “সাংবাদিক সম্মাননা-২০২৫” প্রদান অনুষ্ঠান ১০. চিকিৎসা ও আইনি সহায়তা কার্যক্রম ১১. সংগঠনের মুখপত্র “মিডিয়া ক্যানভাস” বিশেষ সংখ্যা প্রকাশ ১২. আগামী ৩০ জুলাই ঢাকায় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠান। এতে সকল শাখা কমিটি নেতৃবৃন্দ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আমন্ত্রণ। 

গণমাধ্যমের প্রতি আহ্বান: বিএমএসএফ আশা করছে, দেশের প্রতিটি প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক ও স্যাটেলাইট মিডিয়া বিএমএসএফ-এর এই কর্মসূচি এবং ঐতিহাসিক বর্ষপূর্তিকে গুরুত্ব সহকারে প্রচার করবে। বিশেষ করে ১৫ জুলাই ও ৩০ জুলাইয়ের মূল অনুষ্ঠানে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ কাঙ্খিত। 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের ট্রাস্টি বোর্ডের  চেয়ারম্যান আহমেদ আবু জাফর দেশের সকল মিডিয়া কর্তৃপক্ষ, গণমাধ্যম কর্মী এবং সংগঠনের সকল পর্যায়ের সদস্য সহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বিএমএসএফ কেবল একটি সংগঠন নয়; এটি বাংলাদেশের সাংবাদিকদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যারা তথ্য সংগ্রহ করেন, জনস্বার্থে রিপোর্ট করেন তাঁদের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। আমরা বিশ্বাস করি সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র কখনোই পরিপূর্ণ হতে পারে না।

কৃতজ্ঞতা : নানা চড়াই উৎরাই পেড়িয়ে যারা বিএমএসএফের সাথে ছিলেন, আছেন এবং সাংবাদিকদের দাবির পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন তাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। 

তিনি আরও বলেন, “আগামী দিনে আমরা এই আন্দোলনকে আরও শৃঙ্খলিত ও কার্যকর করতে চাই। সাংবাদিকদের জন্য পেনশন, চিকিৎসা তহবিল, আবাসন সুবিধা এবং ডিজিটাল সাংবাদিকতার জন্য প্রশিক্ষণ আরও বিস্তৃত করা আমাদের পরবর্তী লক্ষ্য।”
সংগঠনের মূল বার্তা: "সাংবাদিক বাঁচলে গণমাধ্যম বাঁচবে; গণমাধ্যম বাঁচলে গণতন্ত্র রক্ষা পাবে।”

সংবাদপত্র ও সাংবাদিক সংগঠনসমূহের প্রতি অনুরোধ: ঐতিহ্য-সংগ্রামের এই বার্ষিকী উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনটি দেশের সকল জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম এবং সাংবাদিক সংগঠনসমূহে যথাযথ গুরুত্ব দিয়ে প্রচার ও প্রচারের জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বিএমএসএফের আইনগত কাঠামো : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন নিবন্ধন অধিদপ্তর থেকে  নিবন্ধিত যার নং ০৬/২০২২ এবং কপিরাইট অফিস থেকে কপিরাইটকৃত যার নং ২৫৮৪৪ /২০২২। এছাড়াও সংগঠনটি সাংবাদিকদেশের সর্ববৃহৎ জোট এ্যালায়েন্স অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন -এ্যাবজার সহযোগী সংগঠন( সংবাদ বিজ্ঞপ্তি)।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’