ঢাকা | বঙ্গাব্দ

দুর্নীতি উন্নয়নের সবচেয়ে বড় শত্রু

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
দুর্নীতি উন্নয়নের সবচেয়ে বড় শত্রু ছবির ক্যাপশন: দুর্নীতি উন্নয়নের সবচেয়ে বড় শত্রু
ad728
মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

অনেকেই উন্নয়নকে শুধু সড়ক, ভবন বা মেগা প্রজেক্টের মাপকাঠিতে বিচার করেন। কিন্তু প্রকৃত উন্নয়ন সেখানে হয়, যেখানে সুশাসন আছে, যেখানে অর্থের ব্যবহার স্বচ্ছ, এবং যেখানে প্রকল্পের প্রতি টাকায় প্রকৃত জনগণ উপকৃত হয়। দুর্নীতি এই পুরো প্রক্রিয়াকে ধ্বংস করে দেয়।

উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম, অতিরিক্ত বিল, অযোগ্য ঠিকাদারি এবং রাজনৈতিক প্রভাব—এসবই উন্নয়নের গতিকে রুদ্ধ করে। জবাবদিহির অভাবে অনেক প্রকল্প কাগজে শেষ হয়, কিন্তু বাস্তবে তা জনজীবনে কোনো প্রয়োজনে আসে না।

দুর্নীতির কারণে সরকারি বরাদ্দের একটি বড় অংশ মধ্যস্বত্বভোগীর পকেটে চলে যায়। ফলে রাষ্ট্রকে বেশি ঋণ নিতে হয়, ট্যাক্স বাড়াতে হয়, এবং শেষ পর্যন্ত জনগণই এর বোঝা বহন করে।

একটি উন্নয়নশীল রাষ্ট্রের জন্য দুর্নীতি হচ্ছে রোগ, যা নিরাময় না করলে অর্থনীতির শরীর অচল হয়ে যায়।সুতরাং, উন্নয়নের প্রকৃত সুফল জনগণের ঘরে পৌঁছাতে হলে প্রয়োজন—

প্রকল্প স্বচ্ছতা,স্বাধীন মনিটরিং,দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর শাস্তি,এবং রাজনৈতিক সদিচ্ছা।যেখানে ন্যায়বিচার নেই, সেখানে উন্নয়ন শুধু বিলবোর্ডে থাকে—বাস্তবে নয়।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বৈরাচার আওয়ামিলীগের এমপি বাহারের সাথে শান্তি মিছিলে এড. তা

স্বৈরাচার আওয়ামিলীগের এমপি বাহারের সাথে শান্তি মিছিলে এড. তা