ঢাকা | বঙ্গাব্দ

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ছবির ক্যাপশন: মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
ad728

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার
ঢাকা, ২০ আগস্ট ২০২৫ (বুধবার)

রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে হঠাৎ করেই এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে বস্তির ভেতরে একটি ছোট ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে পানি ও অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান, কিন্তু বস্তির ঘরগুলো টিনশেড এবং বাঁশ-খড়ের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আগুন লাগার খবর পাওয়ার পর নিকটস্থ স্টেশন থেকে একে একে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় তারা দ্রুত আগুনের সূত্র নির্ধারণ করে সেটি ছড়িয়ে পড়া ঠেকাতে সক্ষম হন। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এখনও সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত কয়েক ডজন ঘর পুড়ে গেছে। আগুনে অনেক পরিবারের আসবাবপত্র, জামাকাপড়, রান্নার উপকরণ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্থানীয়রা অস্থায়ীভাবে পাশের খোলা জায়গা ও আত্মীয়-স্বজনের ঘরে আশ্রয় দিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা জানান, হঠাৎ আগুনে তাদের সবকিছু হারিয়ে তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয়রা প্রশাসনের পক্ষ থেকে জরুরি পুনর্বাসন ও সহায়তা দাবি করেছেন। পাশাপাশি বস্তিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ