সমাজ সেবা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোঃ হুমায়ুন কবীর মৃধার Star Bangladesh Award 2025 সম্মাননা এওয়ার্ড গ্রহণ।
মোঃ আবু নাছের মহিউদ্দিন, কুয়েত প্রতিনিধিঃ
গতকাল ২৮ সে জুন ২০২৫ রোজ শনিবার , বিকেল ৫টা থেকে সন্ধ্যা ১০টা পর্যন্ত কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়াম, ঢাকার সেগুনবাগিচায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেয়া হয়! বিভিন্ন শ্রেণি পেশায় অবদান রাখায় উক্ত অনুষ্ঠানে দেশের ৫০ অধিক সংবর্ধিত গুনি মানুষকে পুরস্কার প্রদান করা হয়!
অনুষ্ঠানের চিফ গেস্ট চিত্র নায়ক সুব্রতের হাত থেকে পুরস্কার গ্রহণ করে মোঃ হুমায়ুন কবীর মৃধা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন সমাজ সেবা ও সাংবাদিকতার মাধ্যমে সমাজের জন্য মানুষের জন্য ভালো কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার আমাকে আরো ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে, সমাজের জন্য দেশের জন্য ভালো কাজে উৎসাহ জোগাবে!
জমকালো আয়োজনে আরো উপস্থিত ছিলেন চিত্র নায়িকা দীঘি, চিত্র নায়ক ইমন, চিত্র নায়িকা কাজল চলচ্চিত্র ডান্স ডিরেক্টর, গায়ক, গায়িকা সহ একঝাঁক তারকা এবং সাংবাদিক, লেখক, সংগঠক, সমাজ সেবক, নারী উদ্দোক্তা সহ গুনি ব্যাক্তিবর্গ
বক্তব্য শেষে মোঃ হুমায়ুন কবীর মৃধা স্টার মিডিয়া সহ আয়োজক কমিটি কে ধন্যবাদ জানান,
উল্লেখ্য মোঃ হুমায়ুন কবীর মৃধা, দৈনিক দেশ প্রতিদিন নারায়ণগঞ্জ প্রতিনিধি এবং বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন!
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন স্টার বাংলাদেশ মিডিয়া চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান।
এসময়/