ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লায় ব্যবসায়ী দুলাল মিয়া হত্যাকাণ্ড: মাথা থেঁতলানো লাশ উদ্ধার, আটক দম্পতি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
কুমিল্লায় ব্যবসায়ী দুলাল মিয়া হত্যাকাণ্ড: মাথা থেঁতলানো লাশ উদ্ধার, আটক দম্পতি ছবির ক্যাপশন: কুমিল্লায় ব্যবসায়ী দুলাল মিয়া হত্যাকাণ্ড: মাথা থেঁতলানো লাশ উদ্ধার, আটক দম্পতি
ad728


মো. শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর এলাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১০ আগস্ট) সকালে চাঁদপুর জনতা হাই স্কুলসংলগ্ন মৃত হারুন মিয়ার বাড়ির একটি কক্ষ থেকে মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় মো. দুলাল মিয়া (৪৫)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দুলাল মিয়া কুমিল্লা মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের বড় দুর্গাপুর এলাকার মৃত আমির হোসেনের তৃতীয় ছেলে। সদর দক্ষিণ উপজেলায় তার একটি ওয়ার্কশপের দোকান ছিল।

স্থানীয়রা জানান, দুলাল মিয়া প্রতিদিন রাতেই ওয়ার্কশপ বন্ধ করে বাড়ি ফিরতেন। কিন্তু শনিবার রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে চাঁদপুর হাই স্কুলের বিপরীতে, তার ওয়ার্কশপের পেছনের একটি ভবনের কক্ষ থেকে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা। তারা জানান, দুলাল মিয়াকে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই বাড়ির ভাড়াটিয়া ইমন ও তার স্ত্রী সুমিকে আটক করেছে পুলিশ। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম জানান, “মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত হত্যার রহস্য উদঘাটন সম্ভব হবে।”

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট