ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে যুবকের মৃত্যু।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2025 ইং
পাঁচবিবিতে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে যুবকের মৃত্যু। ছবির ক্যাপশন: পাঁচবিবিতে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে যুবকের মৃত্যু।
ad728
পাঁচবিবিতে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে যুবকের মৃত্যু।
‎পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ 

জয়পুরহাটের পাঁচবিবিতে ঝড়ে আম গাছের ডাল ভেঙ্গে পড়ে সজল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
২৪ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় আটাপুর ইউনিয়নের উচাই কাঁচা বাজারে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত সজল আটাপুর গ্রামের সাজ্জাদ হোসেন (লালবাবু)’র ছেলে এবং কৃষি কাজ করতেন।  

গ্রামপুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হঠাৎ আকাশে কালো মেঘে ঢেকে আসে। এর কিছুক্ষণ পর তীব্র গতিতে ঝড় ও বৃষ্টি শুরু হয়। 

এসময় কাঁচা বাজারে একটি টিনশেড ঘরে আশ্রয় নিলে বিকট শব্দে একটি আম গাছের ডাল ভেঙ্গে টিনশেড ঘরের উপরে পড়ে। 

এতে করে ওই টিনশেড ঘরে অটোভ্যানের উপরে বসে থাকা অবস্থা গাছের ডালের নিচে চাপা পড়ে সজল। 
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।    

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য শফিকুল ইসলাম। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স