ঢাকা | বঙ্গাব্দ

নিউমার্কেটে সেনাবাহিনীর অভিযানে ১১ শতাধিক ধারালো অস্ত্র উদ্ধার, ৯ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2025 ইং
নিউমার্কেটে সেনাবাহিনীর অভিযানে ১১ শতাধিক ধারালো অস্ত্র উদ্ধার, ৯ জন গ্রেপ্তার ছবির ক্যাপশন: নিউমার্কেটে সেনাবাহিনীর অভিযানে ১১ শতাধিক ধারালো অস্ত্র উদ্ধার, ৯ জন গ্রেপ্তার
ad728

মো. শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার: 

রাজধানীর নিউমার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। গতকাল শনিবার (৯ আগস্ট) নিউমার্কেটের নিচতলার তিনটি দোকানে হঠাৎ চালানো অভিযানে উদ্ধার হয়েছে এক হাজার এক শতাধিক সামুরাই তলোয়ার, চাপাতি ও বিভিন্ন ধরনের দেশি অস্ত্র। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম। তিনি সাংবাদিকদের জানান, “সামুরাই, চাপাতি ও নানা ধরনের ধারালো অস্ত্র দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, ছিনতাইকারী ও সন্ত্রাসীরা অবৈধ কার্যক্রম চালাচ্ছিল। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিউমার্কেটে অস্ত্র বিক্রয়কেন্দ্র ও গুদামের সন্ধান মেলে।”

অভিযানে জানা যায়, দোকানগুলোতে রান্নাঘরের সামগ্রীর আড়ালে গোপনে এসব অস্ত্র বিক্রি হতো। শুধু তাই নয়, অস্ত্র হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে বিভিন্ন এলাকায় পাঠানো এবং ভাড়ায় দেওয়ারও প্রমাণ মিলেছে।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, নিউমার্কেট থেকে এভাবে সংগৃহীত অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘটিত ছিনতাই, চাঁদাবাজি, শোডাউন ও কিশোর গ্যাংদের ক্ষমতা প্রদর্শনের কাজে ব্যবহার হচ্ছিল।

অভিযান শেষে এখন পর্যন্ত ১,১০০টির বেশি অস্ত্র গণনা করা হয়েছে। আরও কিছু অস্ত্র গোনার কাজ চলছে। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে রয়েছে—

সামুরাই তলোয়ার,ধারালো চাপাতি,দেশি বড় ছুরি ও দা,অন্যান্য আক্রমণাত্মক ব্লেডজাত সরঞ্জাম

গ্রেপ্তার ৯ জন সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘ ৩-৪ মাস ধরে এ ধরনের অস্ত্র মজুদ ও বিক্রি করে আসছিল। তারা এসব অস্ত্র মূলত অপরাধী চক্র ও কিশোর গ্যাংয়ের সদস্যদের কাছে সরবরাহ করত। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের সরাসরি কোনো অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ এখনো মেলেনি।

গ্রেপ্তারকৃতদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হবে এবং জিজ্ঞাসাবাদে অস্ত্রের উৎস, আমদানি নাকি দেশীয় উৎপাদন—সবকিছুই তদন্তে বেরিয়ে আসবে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এসব অস্ত্র সরবরাহ চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীতে কিশোর গ্যাংয়ের শোডাউন, ছিনতাই ও চাঁদাবাজি বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে। সেনাবাহিনীর এই অভিযান রাজধানীতে অপরাধ দমনে বড় ধরনের সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ।

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ।