ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: সংযোগ বিচ্ছিন্ন, অর্থদণ্ড।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: সংযোগ বিচ্ছিন্ন, অর্থদণ্ড। ছবির ক্যাপশন: অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান।
ad728
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের অভিযান: সংযোগ বিচ্ছিন্ন, অর্থদণ্ড। 

স্টাফ রিপোর্টার, মোঃ শাহজাহান বাশারঃ 

সারাদেশে অবৈধ গ্যাস সংযোগ চিহ্নিত ও উচ্ছেদে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (২১ জুলাই) নারায়ণগঞ্জ ও সাভার অঞ্চলে পরিচালিত হয় তিনটি পৃথক অভিযান। 

এসব অভিযানে একাধিক শিল্প প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন, আবাসিক সংযোগসহ মোট ৫টি স্পটে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং শতাধিক অবৈধ লাইন জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে দুইটি শিল্পপ্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার কুড়িপাড়া, মদনপুর ও বন্দর এলাকায় তিতাস গ্যাসের জোবিঅ-বন্দর অঞ্চলের আওতাধীন এলাকায় মনিজা খাতুন, সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 

এ সময় এক চুন ফ্যাক্টরি (৫টি ভাট্টি বিশিষ্ট)-র অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে ৫৭ ফুট পাইপ, ২টি ২ ইঞ্চি ভাল্ব, ২টি সার্ভিস টি, ৩টি বার্নার ও ১৫টি বেলচা জব্দ করা হয়। 

চুন কারখানার মালিক উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা বা আটক সম্ভব হয়নি। 

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মৌখিক নির্দেশে মালিক ও ভূমি মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় অভিযোগ প্রস্তুত করা হচ্ছে।

এক্সক্যাভেটর মেশিন দিয়ে চুন ফ্যাক্টরির অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ ও চুন নষ্ট করে ফেলা হয়। 

একই এলাকায় আকিজ সিমেন্ট লাইনের পাশে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি লাইন সংযোগ বিচ্ছিন্ন ও উৎসস্থলে কিলিং করা হয়।

একই দিনে, হাসিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে রূপগঞ্জ এলাকার মাহনা, টেকাপাড়া, ভুলতা ও আশেপাশের অঞ্চলজুড়ে অভিযান চালানো হয়।

প্রায় ১.৮ কিলোমিটার এলাকার ৩৫০টি বাড়ির মোট ৫৫০টি অবৈধ আবাসিক চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৩০০ ফুট পাইপলাইন অপসারণ ও জব্দ করা হয়।

এছাড়া বিসমিল্লাহ ফিলিং এন্ড সিএনজি স্টেশন (গ্রাহক সংকেত: ৭৩৭-০০০২২ ও ৮৩৭-০০০৫০১)-এর গ্যাস বিল বকেয়ার কারণে উভয় রানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং উৎসে কিলিং ও ক্যাপিং করে লাইন বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া সাভার উপজেলার রাজফুলবাড়ীয়া, দক্ষিণ রামচন্দ্রপুর, তেঁতুলঝোড়া ও হেমায়েতপুর এলাকায় তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার ও জোবিঅ-সাভারের আওতাধীন ৪টি স্পটে অভিযান চালানো হয়।

মিল্টন রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘আলহামদুলিল্লাহ ফ্যাশন হাউজ’ ও ‘মেসার্স আল আকসা ওয়াশিং প্ল্যান্ট’ নামক দুইটি শিল্প প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে মোট ৪৮০ ফুট পাইপলাইন অপসারণ করা হয় এবং এতে প্রতি মাসে আনুমানিক ১৩,৭৪,২৬০/- টাকার গ্যাস চুরি প্রতিরোধ সম্ভব হয়েছে। অভিযুক্ত দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যাসের অপচয়, চুরি এবং অবৈধ সংযোগ প্রতিরোধে তিতাস গ্যাস নিরবিচারে অভিযান অব্যাহত রাখবে। 

জনস্বার্থে ও জাতীয় সম্পদ রক্ষায় তিতাসের পক্ষ থেকে এমন কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, অভিযানে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা বাহিনী, কারিগরি দল এবং মিডিয়া ও জনসংযোগ কর্মকর্তারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও