মিরপুর পল্লবীতে আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্টের ৫ম শাখার নবযাত্রা।
সামাদুল সামাদঃ
রাজধানীর মিরপুর পল্লবীতে ক্যান্টনমেন্টে ডিওএইচএস সংলগ্ন ( মেট্রো পিলার নং - ১৫২) উদ্বোধন করা হয়েছে আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট। ০৭ আগষ্ট রোজ বৃহস্পতিবার বিকেলে আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়। দোয়া মোনাজাতের মধ্যদিয়ে রেষ্টুরেন্টটি উদ্বোধন করেন।
আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সুমন ও মোঃ আবুল হোসেন সভাপতিত্বে উদ্বোধন করা হয়, এই শাখাটি "আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট" নামে পরিচিত এবং এটি পল্লবীর একটি জনপ্রিয় স্থান অবস্থিত, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং হোটেলের কর্মীরা। সকলেই নতুন এই শাখার সাফল্য কামনা করেন।
এই শাখাটি আধুনিক সব সুবিধা দিয়ে সজ্জিত এবং খাবার এর জন্য একটি আরামদায় পরিবেশ সংবলিত , তাহলে আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট আপনার ও পরিবারের জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে।
মিরপুরবাসীর জন্য শতভাগ ফ্রেশ ও হালাল খাবারের নিশ্চয়তায় আমরা নিয়ে এসেছি আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট। এখানে আপনারা পাবেন গরু ও খাসির চুইঝাল, হান্ডি বিফ, হাঁসের মাংস ভুনা, কালো ভুনা, ফিশ বারবিকিউ, ভুনা খেচুরি, সিদ্ধ রুটি সহ ইত্যাদি।
সুন্দর, মনোরম পরিবেশে ও নির্ঝঞ্ঝাট কোলাহল মুক্ত সড়কের পাশে আবেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট। তাই ভ্রমণপিপাসু ও ভোজনরসিকদের আহবান জানাই কমমূল্যে ভালো খাবার খান, সুস্থ থাকুন ও ভালো থাকুন।
এসময়/