মৌলভীবাজারে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার।
অন্তর মিয়া,
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জি.আর মামলা নং- ৪৯/৯৩(কুলা) এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে তাকে রাজনগর থানাধীন মুন্সীবাজার ইউনিয়নের চানবাগ থেকে আটক করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আব্বাস আলী কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকার আপ্তাব আলীর পুত্র। তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।