আইজেএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা- ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আইজেএফ)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ আগস্ট, সোমবার সন্ধ্যায় সংগঠনের স্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আইজেএফ চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে এবং মহাসচিব মনির হোসেন কাজীর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যত পরিকল্পনার নিয়ে আলোচনা করা হয়। এসময় ঐক্যমত্যের ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।
আইজেএফ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আইজেএফ শুধুমাত্র সাংবাদিকদের নয়, সার্বজনীন এবং বিশ্বব্যাপী মানবতার কল্যাণে কাজ করে যাবে। বিশেষ করে আর্ত-নিপিড়ীত ও নির্যাতিত সাংবাদিকদের যে কোনো ধরণের সাহায্য সহযোগিতা এবং দেশের স্বার্থে আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে আইজেএফ।
তিনি আরও বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য চাই টিকসই কর্মপরিকল্পনা। আর সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করতে পারলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। দেশের জনগণের জীবন-মান উন্নত হবে। আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারবো।
আইজেএফ মহাসচিব মনির হোসেন কাজী বলেন, সাংবাদিকতা একটা মহান পেশা। কিন্তু, কিছু অসাধু ব্যক্তির লালসা আর অপেশাদার ব্যক্তিদের দিয়ে কার্ড বাণিজ্যের মাধ্যমে রাতারাতি সাংবাদিক বানানোর প্রলোভনে অর্থ আয় করার মাধ্যমে মহান এই পেশাকে কলংকিত করেছেন। শত প্রতিকূলতার মাঝেও আইজেএফ মূলধারার সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করে যাবে এবং সাংবাদিকের জীবনযাত্রার মানোন্নয়ন ও মূল্যবোধ গড়ে তুলতে সাংবাদিকদের নিজেদের স্বার্থ ও অধিকার আদায়ে আন্দোলন করে যাবে।
তিনি মূলধারার সাংবাদিকদের বাস্তবতাসম্পন্ন, বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ পরিবেশনেরও আহবান জানান।
আইজেএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের দিপু, অতিরিক্ত মহাসচিব মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাংগঠনিক সচিব মোঃ মনিরুজ্জামান অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসময়/