ঢাকা | বঙ্গাব্দ

বিদ্যুৎ স্পৃষ্টে দীঘিনালায় যুবক নিহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2025 ইং
বিদ্যুৎ স্পৃষ্টে দীঘিনালায় যুবক নিহত। ছবির ক্যাপশন: বিদ্যুৎ স্পৃষ্টে দীঘিনালায় যুবক নিহত।
ad728
বিদ্যুৎ স্পৃষ্টে দীঘিনালায় যুবক নিহত। 

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়ির দীঘিনালায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমেশ চাকমা (২৯) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
১ আগস্ট, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রমেশ চাকমা শুকনাছড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুকনাছড়ার পাশে একটি পুরনো গাছের ডাল বাড়ির উপর ঝুঁকে পড়ায় রমেশ নিজেই দা নিয়ে ডাল কাটতে যান। গাছের ডাল কেটে ফেলতে গেলে হঠাৎ পাশ দিয়ে যাওয়া ১১ কেভি লাইনের তারের সংস্পর্শে এসে তিনি তড়িতাহত হন। তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা আবাসিক বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী উজ্জ্বল হোসেন বলেন, যে সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ রয়েছে, সেখানে গাছের ডাল কাটার পূর্বে আমাদের জানানো বাধ্যতামূলক। 
আমরা তখন প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে দিই। কিন্তু এই ঘটনায় পূর্বে কেউ কোনো ধরনের যোগাযোগ করেনি। যথাযথ সতর্কতা থাকলে এ দুর্ঘটনা এড়ানো যেত।

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ঘটনার বিষয়ে আমরা শুনেছি। এখনো কেউ থানায় অভিযোগ করেনি। পরিবার চাইলে আইনগত সহায়তা দেওয়া হবে।

রমেশ চাকমার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 
তার মৃত্যু স্থানীয়ভাবে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী এলাকায় গাছ কাটা বা কাজ করার সময় সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়টি সামনে এনেছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার।

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার।