ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়ায় জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে: শিল্প উপদেষ্টা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং
দক্ষিণ এশিয়ায় জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে: শিল্প উপদেষ্টা ছবির ক্যাপশন: দক্ষিণ এশিয়ায় জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের নেতৃত্বের সুযোগ এসেছে: শিল্প উপদেষ্টা
ad728
মোঃ শাহজাহান বাশার সিনিয়র সার্ফ রিপোর্টার 

দক্ষিণ এশিয়ার জাহাজ নির্মাণ শিল্পে নেতৃত্ব দেয়ার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, দেশের বেসরকারি খাতের উদ্যোক্তারা ইতোমধ্যেই আন্তর্জাতিক মানের জাহাজ তৈরি করে বিদেশে রপ্তানি শুরু করেছেন, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিনি।

আদিলুর রহমান খান বলেন, “জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের জন্য দ্বিতীয় সর্ববৃহৎ রপ্তানি খাতে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে। পোশাক শিল্পের পর আমরা নতুনভাবে অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি জাহাজ নির্মাণের মাধ্যমে। প্রযুক্তির অগ্রগতির কারণে পরিবেশের ক্ষতি না করেই এই শিল্পকে বিকশিত করা সম্ভব।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের উদ্যোক্তারা বর্তমানে ইউরোপসহ বিভিন্ন দেশে ছোট ও মাঝারি আকারের সমুদ্রগামী জাহাজ রপ্তানি করছেন। এ অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে সরকার, বিনিয়োগকারী এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন।

একই অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “তৈরি পোশাক খাতটি এগিয়ে গেছে মূলত বিগত সরকারের সময়ে প্রভাবশালী মালিকদের প্রভাব বিস্তারের কারণে। কিন্তু এই একক খাতকে বেশি গুরুত্ব দেওয়ায় অন্যান্য সম্ভাবনাময় শিল্প এগিয়ে যাওয়ার সুযোগ পায়নি। জাহাজ নির্মাণ শিল্প এখন সেই সুযোগ কাজে লাগাতে পারে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান, সস্তা শ্রমশক্তি এবং উদ্ভাবনী ক্ষমতা এই শিল্পকে দক্ষিণ এশিয়ায় একটি প্রধান কেন্দ্রে পরিণত করতে পারে। আন্তর্জাতিক বাজারে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল সম্বলিত জাহাজের চাহিদা ক্রমেই বাড়ছে।

সেমিনারে বক্তারা জাহাজ নির্মাণ শিল্পে নীতি সহায়তা, অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষিত জনবল তৈরি এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর ওপর জোর দেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালীগঞ্জে যুবতীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় আট

কালীগঞ্জে যুবতীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ ও গর্ভপাতের ঘটনায় আট