ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২৫ নেতাকর্মীর পদত্যাগ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2025 ইং
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২৫ নেতাকর্মীর পদত্যাগ ছবির ক্যাপশন: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২৫ নেতাকর্মীর পদত্যাগ
ad728

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

গত দুই মাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রায় ২৫ নেতাকর্মী পদত্যাগ করেছেন। একই সময়ে একাধিক জেলা ও উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের একাংশ মনে করছেন, যাচাই-বাছাই ছাড়া কমিটি গঠনের সিদ্ধান্তই এ পরিস্থিতির মূল কারণ।

এনসিপি সূত্রে জানা গেছে, দলীয় নিবন্ধনের জন্য ১ জুন থেকে ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠনের কার্যক্রম শুরু করে দলটি। এ পর্যন্ত ৩৩টি জেলা ও প্রায় ২০০টি উপজেলায় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপি পরিবারের সদস্যদের পদায়ন, প্রক্রিয়ায় অনিয়মসহ নানা অভিযোগ উঠতে থাকে। এসব অভিযোগের প্রেক্ষিতে অনেক নেতা ফেসবুকে স্ট্যাটাস বা সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগ করেছেন। শুধু সিলেট জেলা থেকে ৯ জন নেতা পদত্যাগ করেছেন।

শিবচর উপজেলা সমন্বয় কমিটি থেকে গত ৯ আগস্ট চার নেতা পদত্যাগ করেন। তারা শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জানান, শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে রয়েছে। এতে প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী নেতা-কর্মীরা মর্যাদা ও সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।

এরপর ১০ আগস্ট ফরিদপুরের সমন্বয় কমিটির সদস্য মো. রুবেল মিয়া পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের কর্মকাণ্ড ও সিদ্ধান্ত তার ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমন্বয় কমিটি থেকে ৮ আগস্ট এ ইউ মাসুদ পদত্যাগ করেন। তিনি ফেসবুকে জানান, কমিটি ঘোষণার আগে প্রধান সমন্বয়কারীর পদ দেওয়ার আশ্বাস থাকা সত্ত্বেও তাকে যুগ্ম সমন্বয়কারীর পদে রাখা হয়েছে।

সেই দিনই শরীয়তপুর জেলা ও ডামুড্যা উপজেলা কমিটির দুই নেতা পদত্যাগের ঘোষণা দেন। এর আগে ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে দুই নেতা পদত্যাগ করেন। তারা জানান, তারা বিএনপির পরিবারের সদস্য।

২৯ জুন মতলব দক্ষিণ উপজেলা শাখার সমন্বয় কমিটি ঘোষণা করার পর ডি এম আলাউদ্দিনকে ‘জাতীয় পার্টির নেতা ও ফ্যাসিস্টের সহযোগী’ আখ্যা দিয়ে যুগ্ম সমন্বয়কারী হেলাল উদ্দিন পদত্যাগ করেন। এছাড়া বাগমারা উপজেলা কমিটি থেকে তিন নেতাও পদত্যাগ করেন।

এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধান ও যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল-আমিন কালবেলা বলেন, অভিযোগ পেলেই প্রাথমিকভাবে শোকজ দেওয়া হয়, এরপর যাচাই-বাছাই করে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়। শৃঙ্খলাভঙ্গের কারণে কমিটি বাতিল বা বহিষ্কারের সুপারিশও করা হয়।

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ কালবেলা জানান, নেতাকর্মীদের পদত্যাগের কারণ ও অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ায় এবার দেশব্যাপী সংগঠনকে গোছাতে আরও মনোযোগী হবে দলটি।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নড়াইলের কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা, নিন্দার ঝড়।

নড়াইলের কালিয়ায় জেষ্ঠ্য সাংবাদিকের ওপর হামলা, নিন্দার ঝড়।