ঢাকা | বঙ্গাব্দ

চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন সেনাবাহিনী প্রধান

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2025 ইং
চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন সেনাবাহিনী প্রধান ছবির ক্যাপশন: চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন সেনাবাহিনী প্রধান
ad728

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টা

ঢাকা, ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ ২১ আগস্ট বৃহস্পতিবার এক সরকারি সফরে চীন গমন করেছেন। এ সফরে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

সফরকালে বিভিন্ন সামরিক বিষয় ছাড়াও প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও ফলপ্রসূ করে তুলতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট ২০২৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হককে প্রবাস মেলা

নিউইয়র্কের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হককে প্রবাস মেলা