ঢাকা | বঙ্গাব্দ

অবৈধ গ্যাস সংযোগে কঠোর তিতাস: সাভার ও সোনারগাঁও অভিযানে শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা, চুনা ভাটা ধ্বংস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
অবৈধ গ্যাস সংযোগে কঠোর তিতাস: সাভার ও সোনারগাঁও অভিযানে শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা, চুনা ভাটা ধ্বংস ছবির ক্যাপশন: অবৈধ গ্যাস সংযোগে কঠোর তিতাস: সাভার ও সোনারগাঁও অভিযানে শিল্প প্রতিষ্ঠানকে জরিমানা, চুনা ভাটা ধ্বংস
ad728

মোঃ শাহজাহান বাশার। সিনিয়র স্টাফ রিপোর্টার 


ঢাকা, ১৮ আগস্ট ২০২৫:

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি গতকাল রবিবার সাভার ও সোনারগাঁও এলাকায় একযোগে অভিযান পরিচালনা করেছে।

সাভারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে ২টি শিল্প প্রতিষ্ঠান ও ৩টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে মাসিক প্রায় ৮ লাখ ২৮ হাজার টাকার গ্যাস চুরি রোধ হয়েছে। এছাড়া একটি শিল্প প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিনে, জনাব হাসিবুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ -সোনারগাঁও, জোবিঅ -সোনারগাঁও আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পিরোজপুরের সোনারগাঁও ইকোনোমিক জোন সংলগ্ন এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে, ৩টি অবৈধ চুনা কারখানা ও ২টি হোটেল/রেস্টুরেন্টের সংযোগ বিচ্ছিন্নসহ ১.৫” ডায়া বিশিষ্ট ২০ ফুট এমএস লাইন পাইপ, বিভিন্ন ক্যাপাসিটির স্টার বার্নার ১৫ টি অপসারণ/জব্দ করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে চুনা ভাট্টির মালামাল নষ্ট করা হয়েছে এবং এক্সকেভেটরের মাধ্যমে মালামাল গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ১.৫" পিভিসি পাইপ উৎসস্থলে বিনষ্ট করা হয়েছে। ২টি রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে মোট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান চলবে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
যশোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয়

যশোরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয়