ব্রাহ্মণবাড়িয়ায় ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ গ্রেফতার ১
নিহারেন্দু চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়াঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কসবা পৌরসভার শাহাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ বিপুল পলিথিন জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শাহাপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় কৃষ্ণচন্দ্র সাহার বাড়ি থেকে ৬ হাজার ৫৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার হলেন শাহাপুর এলাকার মৃত রায়মন চন্দ্র সাহার ছেলে কৃষ্ণচন্দ্র সাহা (৫৫)। তিনি দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিনের মজুদ ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের বলেন- “নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও সরবরাহের অভিযোগে কৃষ্ণচন্দ্র সাহাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ৬ হাজার ৫৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
বাংলাদেশে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় ২০০২ সাল থেকে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ। তবুও দেশের বিভিন্ন এলাকায় গোপনে এ ব্যবসা চালু রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসলেও নিষিদ্ধ এ পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।