ঢাকা | বঙ্গাব্দ

ঢাবির হলে বামপন্থা ছাড়া অন্য সব ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধের দাবি উমামা ফাতেমার।

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
ঢাবির হলে বামপন্থা ছাড়া অন্য সব ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধের দাবি উমামা ফাতেমার। ছবির ক্যাপশন: উমামা ফাতেমা।
ad728

ঢাবির হলে বামপন্থা ছাড়া অন্য সব ছাত্র সংগঠনের রাজনীতি নিষিদ্ধের দাবি উমামা ফাতেমার। 

মোঃ শাহজাহান বাসার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বামপন্থি ছাত্র সংগঠন ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আলোচনায় এসেছে বামপন্থি ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের সাবেক সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা। তিনি কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষকে এক দরখাস্তে এ দাবি জানিয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) উমামা ফাতেমার দেওয়া ওই দরখাস্তে বলা হয়েছে, গত বছরের ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে হলে রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। তবে সম্প্রতি ১৮টি হলে ছাত্রদল নামক সংগঠন আহ্বায়ক কমিটি ঘোষণা করে, যা হলে থাকা অনেক শিক্ষার্থীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

দরখাস্তে উমামা ফাতেমা উল্লেখ করেন, “কবি সুফিয়া কামাল হলে আমরা গত বছরের ১৭ জুলাই সম্মিলিত আন্দোলনের মাধ্যমে প্রশাসন থেকে এই মর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে, এখানে সব ধরনের বাজনীতি—যেমন ছাত্রলীগ, ছাত্রদল, শিবির, বাগছাস—নিষিদ্ধ থাকবে। ওই চুক্তি এক বছর ধরে বলবৎ ছিল। কিন্তু কিছু সংগঠন গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ছাত্রদল হলে সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেছে, যা ওই চুক্তি ভঙ্গের শামিল।”

এ প্রসঙ্গে উমামা ফাতেমা এক ফেসবুক পোস্টে ওই কমিটির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাতের মধ্যে কমিটি বাতিল না করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে তার দেওয়া দরখাস্তে চারটি সংগঠনের নাম উল্লেখ করে তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবি করা হলেও, বামপন্থি সংগঠনগুলোর বিষয়ে কোনো অভিযোগ কিংবা পদক্ষেপের কথা বলা হয়নি। উল্লেখযোগ্য যে, ঢাবির বিভিন্ন হলে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর কমিটিও রয়েছে এবং তারা সক্রিয় অবস্থানে আছেন।

গত বছরের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের পর প্রথম আনুষ্ঠানিক কমিটি গঠন করেছিল বামপন্থি ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন। চলতি বছরের ২৬ মে তারা ১৪ সদস্যের একটি কমিটিও ঘোষণা করে। এ নিয়ে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো তীব্র প্রতিক্রিয়া বা বাধার খবর পাওয়া যায়নি।

এই বিষয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হামজা মাহবুব বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে লিখেছেন, “উমামা ফাতেমা হলে বাম রাজনীতি ছাড়া অন্য সব রাজনীতির বিরোধী, যা দ্বৈতচরিত্রের পরিচয় বহন করে। হল ও একাডেমিক এরিয়ায় রাজনীতির বিরোধিতা করা হচ্ছে, কিন্তু শুধু বাম রাজনীতির ক্ষেত্রে তা দেখা যায়নি।”

এখন ঢাবির শিক্ষার্থীদের মধ্যে চলমান এ দ্বন্দ্ব ও বিতর্ক ভবিষ্যতে ছাত্ররাজনীতির গতিপথকে কীভাবে প্রভাবিত করবে, সেটাই দেখার বিষয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনও বিষয়টি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

শা/বা


নিউজটি পোস্ট করেছেন : মোঃ শাহজাহান বাশার

কমেন্ট বক্স
কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা