নড়াগাতী পহরডাঙ্গা যুবদলের উঠান বৈঠক অনুষ্ঠিত।
কালিয়া, প্রতিনিধি:
নড়াইলে নড়াগাতী থানা পহরডাঙ্গা ইউনিয়নে ১,২,৩ নং ওয়ার্ডের যুবদলের আয়োজনে উঠান বৈঠক করেন। সোমবার সন্ধ্যায় ডর- বল্লাহাটি মোঃ বাদশা শিকদারের সঞ্চালনায় পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আবদুল কাদের সিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী শাখায়েত হোসেন ঝুনু। বিশেষ অতিথি ছিলেন মোঃ মোস্তাক চৌধুরী নড়াগাতী থানা যুবদল।
আলোচনা করেন, পহরডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ বাবলু মল্লিক, পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ সাধারন সম্পাদক মোঃ ইবাদত শিকদার, ৩ নং বিএনপি সভাপতি ইসরাফিল সিকদার, মোঃ লিটন ফকির, মোঃ লাবলু শিকদার।
বক্তব্য বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইল জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।