মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামার ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছেন।
সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া ওয়াই জংশনে উভয়মুখি দৃষ্টিনন্দন একটি বিলবোর্ডে শোভা পাচ্ছে তাঁর নির্বাচনী প্রচারণা। সেখানে কুমিল্লা-৫ আসনের সাবেক চার সংসদ সদস্য—মরহুম আবদুল মতিন খসরু, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক মফিজুল ইসলাম ও মেজর এম এ গনির ছবি ও নাম স্থান পেয়েছে। তাঁদের স্মরণে করা এই বিলবোর্ডটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচন করছেন। “রাজনীতি আমার কাছে ক্ষমতার আসন নয়, বরং মানুষের কল্যাণের একটি মাধ্যম। ব্রাহ্মণপাড়া ও বুড়িচংবাসীর উন্নয়নই আমার লক্ষ্য,” বলেন তিনি।
গত দুই দশক ধরে তাঁর পরিবার মানবকল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। তাঁর বড় ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী ব্রাহ্মণপাড়ায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন। পরিবারের এই ধারাবাহিকতায় ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীও এলাকায় শিক্ষা বিস্তার, মসজিদ-মাদরাসার উন্নয়ন ও অসহায় মানুষের সহায়তায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর অনেকে মনে করছেন, দীর্ঘদিনের সেবা ও আন্তরিকতা তাঁকে রাজনৈতিক নেতৃত্বের একটি নতুন অধ্যায়ে নিয়ে যেতে পারে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কুমিল্লা-৫ আসনে তাঁর প্রার্থিতা স্থানীয় ভোটারদের মধ্যে নতুন উৎসাহ ও প্রত্যাশার সৃষ্টি করেছে।