শ্রীমঙ্গলে ৪.৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২।
অন্তর মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯।
এসময় তাদের মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।
র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার দুপুরে এএসপি মো: জিয়া লতিফুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়। শ্রীমঙ্গল থানার ভূনবীর ইউনিয়নের আইয়ুব তালুকদার ফিলিং স্টেশনের সামনে শ্রীমঙ্গল টু হবিগঞ্জ রোডে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে একটি প্লাস্টিকের বালতিতে পাঁচটি পলিথিনে মোড়ানো ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই সঙ্গে মাদকদ্রব্য কেনাবেচায় ব্যবহৃত ঢাকা মেট্রো-গ ১৭-৯৬৮৮ নম্বরের একটি সিলভার রঙের প্রাইভেট কার জব্দ করে র্যাব।
আটককৃতরা হলেন মো: জুয়েল মিয়া (২৫), পিতা-আক্কল মিয়া, গ্রাম: উত্তর সাঙ্গর, থানা: বানিয়াচং, জেলা: হবিগঞ্জ; এবং গাড়ির চালক মো: সালেক আহম্মেদ (২৩), পিতা-আব্দুল শহীদ, গ্রাম: কান্দি, থানা: জকিগঞ্জ, জেলা: সিলেট।
র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্প আরও জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এসময়/