ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত। ছবির ক্যাপশন: ফাইল ছবি।
ad728
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহবান জানিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে। 

২১ সেপ্টেম্বর, রোববার সকালে গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এই কর্মসূচির আয়োজন করে। 

এছাড়াও ১৯৮১ সালে বিশ্বের মহা জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। 

এর ধারাবাহিকতায় ওইদিনে সারাবিশ্বে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ পালিত হয়ে আসছে। এবারে দিবসটির মূলপ্রতিপাদ্য স্লোগান ছিল ‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’। 

উক্ত মানববন্ধনে বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ - পিএফজির গাইবান্ধা চিফ কো-অর্ডিনেটর প্রবীর চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর সাংবাদিক রেজাউন্নবী রাজু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিকতু প্রসাদ, রবিদাস ফোরামের সভাপতি সুনীল রবিদাস, শহর বিএনপির সদস্য বিপুল কুমার দাস, তরুণ দল-নারী পক্ষের মাধবী সরকার, গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো. খালিদ হাসান, পিএফজি সদস্য সেলিনা আকতার, মাজেদা খাতুন ও গাইবান্ধা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ প্রমূখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ ভাবান। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি বসবাস করে আসছে। 

তারা আরও বলেন, প্রত্যেক ধর্মের মুল মর্মবাণী হলো- শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য। 

সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার কথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।


নিউজটি পোস্ট করেছেন : জুয়েল রানা

কমেন্ট বক্স
যুক্তরাজ্যের পি.জি.সি.ই ডিগ্রিধারী শিক্ষাবিদ মৌলভীবাজারের প্

যুক্তরাজ্যের পি.জি.সি.ই ডিগ্রিধারী শিক্ষাবিদ মৌলভীবাজারের প্