মিরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গাজী তাহমিদ খান (২০) নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত তাহমিদ উপজেলার বারইয়ারহাট পৌরসভার কদমতলা কলেজ এলাকার আলমগীর হোসেনের ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি সূত্রে জানা যায়, নিহত তাহমিদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এখন তিনি নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হয় সে। জুলাই আন্দোলনে চট্টগ্রাম শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন তাহমিদ।
বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট দক্ষিণ পৌরবাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজির অনুসারী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের ছুরিকাঘাতে গাজী তাহমিদ খান গুরুতর আহত হলে প্রথমে তাকে বারইয়ারহাট পৌরসভার ব একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাহমিদের মৃত্যু হয়। ওই সংঘর্ষের ঘটনায় মো. আবির, মোহন দে সহ আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজী এসময়কে বলেন, জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য তাহমিদ অত্যন্ত ভালো ছেলে ছিল। আগে সে কি করতো তা জানিনা, এখন আমাদের সব মিটিং মিছিলে থাকতো । তবে এটি দলীয় কোন ব্যাপার নয়, ব্যক্তিগত রেষারেষির জেরে ছেলেটি খুন হয়েছে। এটি খুবই দুঃখজনক ঘটনা।
নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার আহবায়ক মো. জামশেদ আলম এসময়কে বলেন, গাজী তাহমিদ খান নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই শাখার যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিল। সে জুলাই আন্দোলনের সক্রিয় সদস্য ছিলো। তাহমিদের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বারইয়ারহাট পৌরবাজারে পদচারী সেতু ও মসজিদ গলি এলাকায় বিএনপি'র কিছু নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে দু-একজন আহত হয়েছেন বলে শুনেছিলাম। পরে আহতদের মধ্যে তাহমিদ নামের একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি। পুরো ঘটনা তদন্ত করে দেখছি আমরা। মাঠে আমাদের টিম কাজ করছে।
মোঃ রবিউল করিম