মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি কাটাজাঙ্গাল এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় এক প্রবাস ফেরত যুবকের করুণ মৃত্যু হয়েছে। নিহতের নাম রাসেল মুন্সি (৩২)। তিনি উপজেলার ময়নামতি ইউনিয়নের ঝুমুর গ্রামের মুন্সী বাড়ির মরহুম মুস্তাক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে রাসেল মুন্সি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, রাসেল মুন্সি দীর্ঘদিন প্রবাসে শ্রমজীবী হিসেবে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য। কিন্তু অকাল এই মৃত্যুর ঘটনায় তার পরিবারসহ গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, এলাকায় অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে। সড়ক দুর্ঘটনায় প্রায়ই তরুণ প্রাণ ঝরে যাচ্ছে। প্রশাসনের নজরদারি ও সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
গ্রামের প্রবীণরা বলেন, প্রবাস জীবনের কষ্ট শেষে দেশে ফিরে এভাবে প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক ঘটনা। রাসেল মুন্সির অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
মোঃ শাহজাহান বাশার